দর্শকদের অনিহা কাটাতে বোর্ডের হাতিয়ার আইপিএল

দর্শকদের মাঠমুখি করতে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-কেই হাতিয়ার করছে ভারতীয় বোর্ড। সেই মতো ব্যবস্থা নেওয়াও শুরু করে দেওয়া হয়েছে।

Updated By: Jan 17, 2012, 10:36 PM IST

একদিনের ক্রিকেট বা টেস্ট, মাঠে দর্শক সংখ্যা দিনের পর দিন কমছে। তার উপর ভারতীয় দলের ক্রমাগত ব্যর্থতা। দর্শকদের মাঠমুখি করতে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-কেই হাতিয়ার করছে ভারতীয় বোর্ড। সেই মতো ব্যবস্থা নেওয়াও শুরু করে দেওয়া হয়েছে। আইপিএল-এর জন্য পিচ কিউরেটরদের ব্যাটিং সহায়ক বলল বোর্ড। আইপিএল-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ক্রিকেট দুনিয়ায় ঘুরে দাঁড়াতে মরিয়া বোর্ড। পিচ কিউরেটরদের বোর্ডের নির্দেশ, আইপিএল-এ প্রত্যেকটি ম্যাচকেই দর্শকদের উপভোগ্য করে তুলতে হবে। চেন্নাইয়ে পিচ কিউরেটরদের সঙ্গে বৈঠক করেছেন আইপিএল কমিটির কর্তারা। এর পাশাপাশি সংগঠকদের নিয়েও আলোচনায় বসেন তারা। ফ্র্যাঞাইজিগুলির সঙ্গে আলাপ আলোচনা করে ম্যাচ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও স্টেডিয়াম নিয়ে পুলিসের ও সরকারী দপ্তরগুলির ছাড়পত্র যেতে যাতে কোন সমস্যা না হয় তার জন্য বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছে আইপিএল কমিটি। পুণে এবং বিশাখাপত্তনমে এবার প্রথম আইপিএল ম্যাচ হবে। সেখানকার সংগঠকদের আলাদাভাবে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএল নিয়ে বোর্ডের এত চিন্তাভাবনার মাঝে প্রাক্তন ক্রিকেটাররা এই টুর্নামেন্টের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ ভারতের ব্যর্থতার জন্য দায়ি আইপিএল।

.