রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৩,১৮৯, মৃত্যু ৬১ জনের
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা হল ৪,৫৪৪ জন।
![রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৩,১৮৯, মৃত্যু ৬১ জনের রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৩,১৮৯, মৃত্যু ৬১ জনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/23/276660-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দৈনিক সংক্রমণ এখনও ৩ হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৮৯ জন। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৩৪,৬৭৩ জন। সরকারি বুলেটিন অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের হিসাব বলছে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,১০১ জন।
আরও পড়ুন: পিসি DBT শুনেছেন? ভোটের টাকা তুলতে পিএম কিষানের টাকা চাইছেন মমতা: BJP
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা হল ৪,৫৪৪ জন। তবে করোনামুক্ত-ও হয়েছেন অনেকে। একদিনে সুস্থ হয়েছেন প্রায় ২,৯৯৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন ২,০৫,০২৮ জন। ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমণের শিকার ৬৬০ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭ .৩৭ শতাংশ।