Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে! বিডিও অফিসে ধর্ণা গৃহবধূর...

Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না নিজের অ্যাকাউন্টে, ঢুকছে অন্যের অ্যাকাউন্টে! তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ হলেন পুরুলিয়া ১ ব্লকের ভান্ডার পুয়াড়া গ্রামের এক গৃহবধূ...

Updated By: Feb 13, 2025, 04:06 PM IST
Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে! বিডিও অফিসে ধর্ণা গৃহবধূর...

মনরঞ্জন মিশ্র: মাসের পর মাস ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে অন্য একাউন্টে। বিষয়টি নিয়ে বার বার বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও মেলেনি সুরাহা। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেন প্রকৃত উপভোক্ত মহিলা পার্বতী রজক ও তাঁর স্বামী পবন রজক।

আরও পড়ুন- West Bengal News LIVE Update: কল্যাণী বিস্ফোরণ-কাণ্ডে ফের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

পুরুলিয়া ১ ব্লকের ভান্ডার পুয়াড়া গ্রামের বাসিন্দা পার্বতী রজকের অভিযোগ, লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া সফল হয়েছিল। কিন্তু তাঁর অ্যাকাউন্টে কোন টাকা আসেনি। পরে তিনি লক্ষীর ভান্ডারের বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট চেক করলে জানতে পারেন প্রকল্পের টাকা পাওয়ার প্রক্রিয়াও ঠিকঠাকভাবে হয়েছে। কিন্তু তারপরেও তাঁর একাউন্টে কোন টাকাই আসেনি। মাসের পর মাস ধরে তাঁর টাকা অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, দুয়ারে সরকার সহ বিভিন্ন জায়গায় তিনি আবেদন জানিয়েছিলেন। কিন্তু এই সমস্যার কোন সমাধানই হয়নি। তাই এই বার তিনি পুরুলিয়া ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি। 

আরও পড়ুন- Canning: আমাকে বাঁচান স্যার! জ্যান্ত কেউটে সাপ হাতে হুড়মুড়িয়ে চিকিত্সকের চেম্বারে যুবক...

সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। এবিষয়ে জেলা বিজেপি সম্পাদক আব্দুল আলিম আনসারি বলেন, প্রকৃত উপভোক্তদের বঞ্চিত করে সেই টাকা তৃণমূলের নেতারা নিজেদের একাউন্টে নিয়ে নিচ্ছে। প্রকৃত উপভোক্তারা প্রকল্পের সুবিধা যাতে পায় তার ব্যবস্থা করা উচিত। এখন এটাই দেখার পার্বতী রজকের অ্যাকাউন্টে কবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকে। এই টাকা পাওয়ার জন্য তাঁরাও অত্যন্ত উদগ্রীব।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.