মসজিদ থেকে ফেরার পথে অতর্কিত হামলায় অভিযুক্ত TMC, বোমাবাজিতে মৃত ১ কংগ্রেস কর্মী
ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ। বোমায় খুন কংগ্রেস কর্মী। সোমবার রাতে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের খোশালপুর বিলধারি পাড়া এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এরপর শুরু হয় ব্যপক বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। মৃতের নাম কাসেম আলি ( ৫২)।
নিজস্ব প্রতিবেদন: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ। বোমায় খুন কংগ্রেস কর্মী। সোমবার রাতে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের খোশালপুর বিলধারি পাড়া এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এরপর শুরু হয় ব্যপক বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। মৃতের নাম কাসেম আলি ( ৫২)।
তৃণমূলের অভিযোগ, হরিহরপাড়ার রায়পুরে সভা সেরে ফেরার পথে সোমবার রাতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে কংগ্রেস কর্মীদের অভিযোগ মসজিদে নামাজ পড়ে বেরতেই তাদের কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল।
দুই পক্ষের মধ্যেই ব্যাপক বোমাবাজি শুরু হয় ওই এলাকায়। বোমার আঘাতে আহত হন একজন। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ ছাড়াও হামলার জেরে জখম হয়েছে দুই পক্ষের ৭-৮ জন কর্মী। পরে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।