কোচবিহারে এসআই মৃত্যুতে পুলিস-তৃণমূল মিলে সুর মেরা তুমহারা

কোচবিহারে জুয়ার আসর ভাঙতে গিয়ে SI মৃত্যুর ঘটনায় আরও বিতর্কে পুলিস। রাতারাতি বদলে গেল খাকি উর্দির অবস্থান। গতকাল যে পুলিস হৃদরোগে SI এর মৃত্যু বলে দাবি করেছিল, আজ সেই পুলিসই এই ঘটনায় খুনের মামলা রুজু করল।

Updated By: Nov 11, 2015, 09:31 PM IST
 কোচবিহারে এসআই মৃত্যুতে পুলিস-তৃণমূল মিলে সুর মেরা তুমহারা

ওয়েব ডেস্ক: কোচবিহারে জুয়ার আসর ভাঙতে গিয়ে SI মৃত্যুর ঘটনায় আরও বিতর্কে পুলিস। রাতারাতি বদলে গেল খাকি উর্দির অবস্থান। গতকাল যে পুলিস হৃদরোগে SI এর মৃত্যু বলে দাবি করেছিল, আজ সেই পুলিসই এই ঘটনায় খুনের মামলা রুজু করল।
কালীপুজোর রাতে জুয়ার আসর ভাঙতে গিয়েছিলেন SI রঞ্জিত পাল। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
পুলিসের বক্তব্যে পরিষ্কার, ঘটনাস্থলে উত্তেজনা ছিল। হয়েছিল সংঘর্ষ। কিন্তু পুলিস সুপার তদন্তের আগেই এসআই রঞ্জিত পালের মৃত্যুর কারণ বাতলে দেন।
কিছুক্ষণের মধ্যেই একই সুর শোনা যায় জেলা তৃণমূল সভাপতি তথা এলাকার দাপুটে বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের গলায়।
এ যেন একেবারে পুলিস-তৃণমূল মিলে সুর মেরা তুমহারা। যা দেখে ভুরু কুঁচকেছেন অনেকেই। কারা ছিল তাহলে জুয়ার আসরে?
এসআই রঞ্জিত পালের পরিবার হৃদরোগে মৃত্যুর কথা মানতে নারাজ।
SI মৃত্যুতে পুলিসের ভূমিকার নিন্দার ঝড় উঠতেই পানিশালায় অভিযান চালায় পুলিস। একুশজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।
এতেই জোরাল হয়েছে বিতর্ক।
SI এর মৃত্যু যদি হৃদরোগেই হয়, তাহলে খুনের মামলা রুজু করা হল কেন?
ধায়েরহাটের গ্রামবাসীদের অভিযোগ, আসল দোষীদের ছেড়ে কয়েকজন নিরীহ গ্রামবাসীকে খুনের মামলায় ফাঁসাচ্ছে পুলিস।

.