আগস্টেই আসছে খাদ্য সুরক্ষা প্রকল্প

কংগ্রেস শাসিত রাজ্য সরকারগুলিকে খাদ্য নিরাপত্তা প্রকল্প চালু করার প্রস্তাব দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। খাদ্য সুরক্ষা বিলকে ২০১৪-এর লোকসভা নির্বাচনে পাশার মোক্ষম চাল হিসাবে ব্যবহার করতে চাইছে দশ জনপথ।

Updated By: Jul 13, 2013, 09:33 AM IST

কংগ্রেস শাসিত রাজ্য সরকারগুলিকে খাদ্য নিরাপত্তা প্রকল্প চালু করার প্রস্তাব দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। খাদ্য সুরক্ষা বিলকে ২০১৪-এর লোকসভা নির্বাচনে পাশার মোক্ষম চাল হিসাবে ব্যবহার করতে চাইছে দশ জনপথ।
শনিবার দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন সোনিয়া গান্ধী। সভানেত্রীর তাঁদের বোঝাবার চেষ্টা করেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮২ কোটি মানুষ কীভাবে উপকৃত হবেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীদের অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ এসেছে শীর্ষস্তর থেকে।
চলতি বছরের আগস্টেই এই প্রকল্প বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ২০ অগস্ট, রাজীব গান্ধীর জন্মদিনে প্রকল্পটি উদ্বোধনের দিন ঠিক করেছে দিল্লি সরকার। রাজনৈতিক মহলের ব্যখ্যা, দিল্লির বিধানসভা নির্বাচনে খাদ্য সুরক্ষা বিল এনে ভোটব্যঙ্ক সুরক্ষিত করার পরিকল্পনা শীলা দীক্ষিতের।
আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে কংগ্রেস মুখ্যমন্ত্রীরা ছাড়া প্রধানমন্ত্রী মনমোহন সিং, দলের সহসভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে.ভি. টমাস, এআইসিসি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে খাদ্য সুরক্ষা প্রকল্প লাগু করার ক্ষেতে দল সহমত হয়েছে বলে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। 

.