West Bengal Budget 2025 LIVE Update: বাড়ল ৪% DA, বিধানসভা ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট...

West Bengal Budget 2025 LIVE Update: বাংলার বাড়ির জন্য পুরো টাকা রাজ্য সরকারই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । ফলে সেই বিপুল পরিমাণ অর্থের  ব্যাবস্থা করতে  সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকছে

Last Updated: Wednesday, February 12, 2025 - 16:57
West Bengal Budget 2025 LIVE Update: বাড়ল ৪% DA, বিধানসভা ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট...

West Bengal Budget 2025 LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

12 February 2025, 17:00 PM

West Bengal Budget 2025: #BengalBudget2025 নারীদের উন্নয়নের কেন্দ্রে রাখছে!

 

  • ASHA এবং আঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষমতায়ন করতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোবাইল ফোনের জন্য
  • পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তার জন্য ১,৫০০ কোটি টাকা
  • মোট বাজেটের ৫০% নারী কল্যাণের জন্য বরাদ্দ

    এমন একটি বাজেট যা মা, মাটি, মানুষকে শক্তিশালী করে!

12 February 2025, 16:45 PM

West Bengal Budget 2025: রাজ্য সরকারের বাজেটে গ্রামীণ রাস্তা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

12 February 2025, 16:30 PM

West Bengal Budget 2025: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে অতিরিক্ত ১৬ লাখ উপকারভোগীর জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ। মোট ২৮ লাখ উপকারভোগী উপকৃত হবে 'বাংলার বাড়ি' প্রকল্প থেকে।

12 February 2025, 16:15 PM

West Bengal Budget 2025: "নতুন প্রকল্প 'নদী বন্ধন' এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা। রাজ্য বাজেটে নতুন প্রকল্প 'নদী সংযোগ' এর ঘোষণা, 'নদী বন্ধন' নামে নতুন প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ।"

12 February 2025, 16:15 PM

West Bengal Budget 2025: বাংলার বাড়ি প্রকল্পে ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ। একই সঙ্গে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য ২০০ কোটি বরাদ্দ করা হবে।

12 February 2025, 16:15 PM

West Bengal Budget 2025: বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল DA  ৪ শতাংশ হারে। রাজ্য বাজেটে ঘোষণা দুবছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাষ্টার প্ল্যান।

12 February 2025, 16:00 PM

West Bengal Budget 2025: রাজ্য সরকারি কর্মচারীদের ৪% হারে DA বাড়বে। এবার থেকে হবে মোট ১৮% DA । ২০২৫ সালের এপ্রিল মাসেই কার্যকরী হবে এই নতুন নিয়ম। রাজ্য বাজেটে প্রস্তাব অর্থ প্রতিমন্ত্রীর।  

12 February 2025, 10:30 AM

West Bengal Budget 2025: মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে আসছেন সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের কাছে যেতে। ফলে নজর থাকছে আম জনতার মন টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন। 

12 February 2025, 10:00 AM

West Bengal Budget 2025: এই বাজেটে সাধারণ মানুষের বিশেষ কৌতুহল থাকছে লক্ষী ভান্ডার এবং সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে কোন ঘোষণা হয় কিনা সেদিকে।

12 February 2025, 10:00 AM

West Bengal Budget 2025: বাংলার বাড়ির জন্য পুরো টাকা রাজ্য সরকারই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । ফলে সেই বিপুল পরিমাণ অর্থের  ব্যাবস্থা করতে  সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকছে । রাস্তা, পানীয় জল, মাদ্রাসা উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে সরকার কি ভাবছে তাও স্পষ্ট হবে এই বাজেটে ।

 

12 February 2025, 10:00 AM

West Bengal Budget 2025: এবারের বাজেটে ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট । ফলে যে উন্নয়নের স্লোগান তুলে শাসক দল ভোটের লড়ে সেই উন্নয়নের কোন কোন দিকে এই বাজেটে সরকার নজর দেয় সেই দিকে লক্ষ্য থাকছে।।

12 February 2025, 10:00 AM

West Bengal Budget 2025: বিধানসভায় আজ বাজেট পাঠ করবেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

12 February 2025, 10:00 AM

West Bengal Budget 2025: আজ বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। বেলা চারটে নাগাদ এই বাজেট পেশ করা হবে । তার আগে সাড়ে তিনটের সময় সাধারণ ক্যাবিনেট এবং চারটে নাগাদ বিশেষ ক্যাবিনেট হবে। বিশেষ ক্যাবিনেটে এই বাজেট পেশ করা হবে।